বনশ্রী আবাসিক এলাকার প্রধান সড়কটি এক রকম মরণ ফাদে পরিনত হয়েছে
বনশ্রী আবাসিক এলাকার পাশ দিয়ে ডেমরা যাবার প্রধান সড়কটি ভেঙেচুরে এক রকম মরণ ফাদে পরিনত হয়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সিটি কর্পোরেশন জানিয়েছে আগামী অক্টোবর থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হবে। প্রতিবেদনটি প্রচারিত হয় ০৬.০৭.২০১৭ তারিখের ৭টার মাছরাঙা সংবাদে।
No comments