Header Ads

তাবলীগ জামাত মসজিদে থাকা ও ঘুমানোর কোন প্রমাণ হাদীসে আছে কি?

তাবলীগ-জামায়াতের মানুষেরা যে মসজিদে রান্না, খাওয়া-দাওয়া,গোসল এবং ঘুম ইত্যাদি কাজ সম্পন্ন করে থাকে এটার কোন হাদীসের ভিত্তি আছে কিনা?
নবীজী(সঃ),এবং তার সাহাবীগণ কি কখন মসজিদে এই সকল কাজ সম্পন্ন করেছেন কি? যদি করে থাকেন তা হলে দলীল কোথায়?
উত্তরঃ
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
প্রথম কথা হলো তাবলীগ জামাতের কোন সাথী মসজিদে রান্না করেন না। না মসজিদে গোসল করেন। তারা কেবল মসজিদে ঘুমান, আর খানা খান। বাকি কাজগুলো বাহিরেই করেন। মসজিদে ঘুমানোর অনেক প্রমাণ হাদীসে বিদ্যমান আছে। তাছাড়া যেহেতু তাবলীগী সাথীরা মসজিদে প্রবেশের সময় ইতিকাফের নিয়ত করে থাকেন,আর যিনি মসজিদে ইতিকাফে থাকবেন,তিনি তো মসজিদেই খাবার দাবারের কাজ সারবেন, ঘুমাবেন। এটাইতো স্বাভাবিক।



মসজিদে ঘুমানোর কয়েকটি প্রমান নিচে উপস্থাপন করা হলঃ
এক মহিলার জন্য মসজিদে থাকার ব্যবস্থা করলেন রাসূল সাঃ
ﻗَﺎﻟَﺖْ ﻋﺎﺋﺸﺔ : ‏( ﺭﺽ ‏) َﺟَﺎﺀَﺕ ﺇﻣﺮﺋﺔْ ﺇِﻟَﻰ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪ ﻭَﺳَﻠَّﻢ َﻓَﺄَﺳْﻠَﻤَﺖْ ، ﻗَﺎﻟَﺖْ ﻋَﺎﺋِﺸَﺔ ﻓَﻜَﺎﻥَ ﻟَﻬَﺎ ﺧِﺒَﺎﺀٌ ﻓِﻲ ﺍﻟﻤَﺴْﺠِﺪِ
অর্থ, হযরত আয়শা( রাঃ) থেকে বর্ণিত। একজন মহিলা রাসুল(সঃ)এর নিকট আসলো,তারপর মহিলাটি ইসলাম গ্রহণ করলো, তাঁর থাকার জন্য মসজিদে একটি তাবুখাটানো হল।
(সহীহ বুখারী হা. নং৪৩৯)
হযরত আলী রাঃ এর মসজিদে ঘুমানো।
হযরত সাহল ইবনে সা‘দ রা. বলেন,
ﺟَﺎﺀَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺑَﻴْﺖَ ﻓَﺎﻃِﻤَﺔَ ﻓَﻠَﻢْ ﻳَﺠِﺪْ ﻋَﻠِﻴًّﺎ ﻓِﻲ ﺍﻟْﺒَﻴْﺖِ،ﻓَﻘَﺎﻝَ : ﺃَﻳْﻦَ ﺍﺑْﻦُ ﻋَﻤِّﻚِ؟ ﻗَﺎﻟَﺖْ : ﻛَﺎﻥَ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻨَﻪُ ﺷَﻲْﺀ ٌﻓَﻐَﺎﺿَﺒَﻨِﻲ ﻓَﺨَﺮَﺝَ ﻓَﻠَﻢْ ﻳَﻘِﻞْ ﻋِﻨْﺪِﻱ، ﻓَﻘَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺹ
ﻟِﺈِﻧْﺴَﺎﻥٍ : ﺍﻧْﻈُﺮْ ﺃَﻳْﻦَ ﻫُﻮَ، ﻓَﺠَﺎﺀَ ﻓَﻘَﺎﻝَ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ، ﻫُﻮَ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪ ِﺭَﺍﻗِﺪٌ، ﻓَﺠَﺎﺀَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻫُﻮَ ﻣُﻀْﻄَﺠِﻊٌ ﻗَﺪْ ﺳَﻘَﻂَ ﺭِﺩَﺍﺅُﻩُ ﻋَﻦْﺷِﻘِّﻪِ ﻭَﺃَﺻَﺎﺑَﻪُ ﺗُﺮَﺍﺏ ﻓَﺠَﻌَﻞَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
ﻳَﻤْﺴَﺤُﻪُ ﻋَﻨْﻪُ، ﻭَﻳَﻘُﻮﻝُ : ﻗُﻢْ ﺃَﺑَﺎ ﺗُﺮَﺍﺏٍ، ﻗُﻢْ ﺃَﺑَﺎ ﺗُﺮَﺍﺏٍ
অর্থ, একদিন রাসূলুল্লাহ (সাঃ) হযরত ফাতেমা (রাঃ)এর ঘরে এসে আলীকে (রা.) পাননি। জিজ্ঞেস করলেন, আলী কোথায়? ফাতেমা বললেন, আমাদের দু’জনের মধ্যে কিছু রাগারাগি হয়েছে। ফলে তিনি রাগ করে এখন বাইরে চলে গেছেন। রাসূলুল্লাহ (সাঃ) একজন কে বললেন, তাকে একটু খুঁজে দেখ কোথায়? লোকটি এসে জানাল, আলী(রাঃ) মসজিদে ঘুমিয়ে আছেন। রাসূলুল্লাহ (সাঃ) এসে দেখলেন আলী শুয়ে আছেন। শরীর একপাশ থেকে চাদর পড়ে গেছে। আর গায়ে ধুলো-বালি লেগে রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ)তাঁর গায়ের বালি ঝেঁড়ে দিচ্ছেন আর বলছেন ‘আবু তোরাব উঠ উঠ।
(সহীহ বুখারী, হাদীসনং-৪৪১,৪৩০)
রাসূল সাঃ এর মসজিদে ঘুমানো।
ﻋَﻦْ ﻋَﺒَّﺎﺩِ ﺑْﻦِ ﺗَﻤِﻴﻢٍ، ﻋَﻦْ ﻋَﻤِّﻪِ، ﺃَﻧَّﻪُ ﺭَﺃَﻯ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣُﺴْﺘَﻠْﻘِﻴًﺎ ﻓِﻲ ﺍﻟﻤَﺴْﺠِﺪِ، ﻭَﺍﺿِﻌًﺎ ﺇِﺣْﺪَﻯ ﺭِﺟْﻠَﻴْﻪِﻋَﻠَﻰ ﺍﻷُﺧْﺮَﻯ ﻭَﻋَﻦْ ﺍﺑْﻦِ ﺷِﻬَﺎﺏٍ، ﻋَﻦْ ﺳَﻌِﻴﺪِ ﺑْﻦِ ﺍﻟﻤُﺴَﻴِّﺐِ،ﻗَﺎﻝَ ﻛَﺎﻥَ ﻋُﻤَﺮُ، ﻭَﻋُﺜْﻤَﺎﻥُ ﻳَﻔْﻌَﻼَﻥِ ﺫَﻟِﻚَ
অর্থ, হযরত আব্বাদ বিন তামীম তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (সঃ)মসজিদে এক পা অপর পায়ের উপর রেখে চিৎ হয়ে শুয়ে আছেন।
(সহীহ বুখারী, হাদীসনং- ৪৭৫, ৪৬৩)
মসজিদই ছিলো আবু যর রাঃ এর থাকার ঘর।
হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)বলেনঃ
, ﺃَﻥَّ ﺃَﺑَﺎ ﺫَﺭٍّ ﺍﻟْﻐِﻔَﺎﺭِﻱَّ ﻛَﺎﻥَ ﻳَﺨْﺪُﻡُ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢﻓَﺈِﺫَﺍ ﻓَﺮَﻍَ ﻣﻥِ ﺧِﺪْﻣَﺘِﻪِ، ﺁﻭَﻯ ﺇِﻟﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ، ﻓَﻜَﺎﻥَ ﻫُﻮَ ﺑَﻴْﺘُﻪُ،ﻳَﻀْﻄَﺠِﻊُ ﻓِﻴﻪ ﻓَﺪَﺧَﻞَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
ﺍﻟْﻤَﺴْﺠِﺪَ ﻟَﻴْﻠَﺔً، ﻓَﻮَﺟَﺪَ ﺃَﺑَﺎ ﺫَﺭٍّﺍ ﻧَﺎﺋِﻤًﺎ ﻣُﻨْﺠَﺪِﻟًﺎ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ، ﻓَﻨَﻜَﺘَﻪُﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺑِﺮِﺟْﻠِﻪِ ﺣَﺘَّﻰ ﺍﺳْﺘَﻮَﻯﺟَﺎﻟِﺴًﺎ، ﻓَﻘَﺎﻝَ ﻟَﻪُ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ”: ﺃَﻟَﺎﺃَﺭَﺍﻙَ ﻧَﺎﺋِﻤًﺎ؟ “ ، ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﺫَﺭٍّ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ، ﻓَﺄَﻳْﻦَ ﺃَﻧَﺎﻡُ، ﻫَﻞْ ﻟِﻲﻣِﻦْ ﺑَﻴْﺖٍ ﻏَﻴْﺮُﻩُ؟، . ﻗﺎﻝ ﻓﻰ ﺍﻟﻤﺠﻤﻊ : ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ﻭﺍﻟﻄﺒﺮﺍﻧﻲﻭﺭﻭﻯ ﺑﻌﻀﻪ ﻓﻲ ﺍﻟﻜﺒﻴﺮ ﻭﻓﻴﻪ ﺷﻬﺮ ﺑﻦ ﺣﻮﺷﺐ ﻭﻓﻴﻪ ﻛﻼﻡﻭﻗﺪ ﻭﺛﻖ
অর্থ, হযরত আবু যর (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমত করতেন। ফারেগ হলেই মসজিদে চলে যেতেন। মসজিদই ছিল তাঁর ঘর। এখানেই ঘুমাতেন। একদিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন, আবু যর (রাঃ) মসজিদে শুয়ে আছেন। তিনি তাকে পা দিয়ে স্পর্শ করলেন। আবু যর (রাঃ) উঠে বসলেন। রাসূলে কারীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? আবু যর (রাঃ)বললেন, হে আল্লাহর রাসূল!কোথায় ঘুমাব আর? এ ছাড়া কি আমার আর কোন ঘর আছে?
(মুসনাদে আহমদ হাঃ ২৬৯২৮ : মাজমাউয যাওয়াইদ হাঃ ২০২৩)
আপনাদের সামনে বুখারী শরীফের হাদীস সহ অনেকটা হাদীস পেশ করলাম যার দ্বারা প্রমানীত হয় রাসূল সাঃ এবং তার সাহাবারা মসজিদে ঘুমাতেন। এমন কি কিছু কিছূ সাহাবী মসজিদে তাদের থাকার জায়গা বানিয়ে নিয়েছিলেন।
এর পরেও কি বলবেন, তাবলীগ জামাতের ভাইরা মসজিদে থাকার হাদীস কোথায় আছে?
হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান কর।
আমীন।



No comments

Powered by Blogger.